প্রান্তিক পর্যায়ে উন্নয়ন প্রচার প্রকল্প, ২০২৩-২৪" এর আওতায় জেলা তথ্য অফিসের উদ্যোগে কচুয়া উপজেলার রঘুনাথপুর বাজার ও কাদলা বাজারে চলচ্চিত্র প্রদর্শন করা হয়। মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ- পল্লী সঞ্চয় ব্যাংকের কার্যক্রম, আশ্রায়ন প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচি, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা কর্মসূচী, বিনিয়োগ বিকাশ, সর্বজনীন পেনশন বিধিমালা-২০২৩, পরিবেশ সুরক্ষাসহ মাদকের ভয়াবহতা, বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জিত সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা, বাল্যবিবাহ ও সন্ত্রাস প্রতিরোধ, গুজব, জঙ্গিবাদ ও নাশকতা, ডেঙ্গু প্রতিরোধ, ইভটিজিং প্রতিরোধ, তথ্য প্রযুক্তির যথাযথ ব্যবহারসহ নারী শিক্ষাকে অগ্রাধিকার দেয়া ও জেন্ডার সমতা নিশ্চিতকরণ বিষয়ে গ্রামীন জনগণকে তথ্য প্রদান ও উদ্বুদ্ধকরণের লক্ষ্যে চলচ্চিত্র প্রদর্শন করা হয়। চলচ্চিত্র প্রদর্শন শেষে জেলা তথ্য অফিসার সার্বিক বিষয়ে বক্তব্য প্রদান করেণ। এ সময় বিভিন্ন শ্রেণী ও পেশার প্রায় দুই শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস