শিরোনাম
তারুণ্যনির্ভর উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিতামূলক বাংলাদেশ বিনির্মান বিষয়ে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
বিস্তারিত
চাঁদপুর সরকারি কলেজে তারুণ্যনির্ভর উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিতামূলক বাংলাদেশ বিনির্মান বিষয়ে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
১৮ নভেম্বর ২০২৪ খ্রি.
চাঁদপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে “বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) ২০২৪-২৫” এর আওতায় ১৮ নভেম্বর ২০২৪ খ্রি. তারিখ বেলা ১০:৩০ ঘটিকায় চাঁদপুর সদর উপজেলার চাঁদপুর সরকারি কলেজের সম্মেলন কক্ষে “তারুণ্যনির্ভর উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিতামূলক বাংলাদেশ বিনির্মান” বিষয়ে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা
তথ্য অফিসার জনাব তপন বেপারীর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন চাঁদপুর জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ মোহসীন উদ্দিন। চাঁদপুর সরকারি কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর আবদুল মাননান এঁর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আরও বক্তব্য প্রদান করেন চাঁদপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ জনাব মোঃ খলিলুর রহমান, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি জনাব মোঃ শাহাদত হোসেন শান্ত প্রমূখ।
আলোচনা ও মতবিনিময় সভায় তারুণ্যনির্ভর উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিতামূলক বাংলাদেশ বিনির্মান বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সহকারী অধ্যাপক জনাব মেহেদী হাসান, সম্পাদক, শিক্ষক পরিষদ, চাঁদপুর সরকারি কলেজ। অনুষ্ঠানে বক্তরা বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মান বিষয়ে উদ্বুদ্ধকরণ বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে প্রায় শতাধিক ছাত্র-জনতা উপস্থিত ছিলেন।