শিরোনাম
শাহমাহমুদপুরে তথ্য অফিসের নারী সমাবেশ অনুষ্ঠিত
বিস্তারিত
শাহমাহমুদপুরে তথ্য অফিসের নারী সমাবেশ অনুষ্ঠিত
১৯ মে ২০২৫ খ্রি. সোমবার
চাঁদপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে “বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ), ২০২৪-২৫” এর আওতায় ১৯ মে ২০২৫ খ্রি. তারিখ বেলা ১০:০০ ঘটিকায় সদর উপজেলার কেতুয়া শাহমাহমুদপুরে “গুজব, অপপ্রচার ও সাম্প্রদায়িক সম্প্রীতি” বিষয়ে নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা তথ্য অফিসার জনাব তপন বেপারী। জেলা তথ্য অফিসারের সভাপতিত্বে অনুষ্ঠিত নারী সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির
বক্তব্য প্রদান করেন চাঁদপুর নিরাপাদ খাদ্য অফিসার জনাব মোহাম্মদ আরিফুল হাসান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আরও বক্তব্য প্রদান করেন চাঁদপুর বিটিসিএল এর সহকারী ব্যবস্থাপক জনাব মোঃ হাসিব আহম্মেদ, সাংবাদিক মোঃ ওমর ফারুক প্রমূখ।
নারী সমাবেশ ও মতবিনিময় সভায় সরকারের নীতি, আদর্শ ও সংসংস্কারমূলক কার্যক্রম, বৈষম্যহীন ও জবাবদিহিতামূলক সমাজ গঠনে গৃহীত পদক্ষেপসমূহ, ডেঙ্গু, মানব পাচার, গুজব, সাম্প্রদায়িকতা, মাদক, সন্ত্রাস, জঙ্গি, নাশকতা প্রতিরোধ, নারীর ক্ষমতায়ন,সামাজিক নিরাপত্তা, বিনিয়োগ বিকাশ, পরিবেশ সুরক্ষাসহ উন্নয়ন পরিকল্পনা, বাল্যবিবাহ ও সন্ত্রাস প্রতিরোধ, তথ্য প্রযুক্তির যথাযথ ব্যবহারসহ নারী শিক্ষাকে অগ্রাধিকার দেয়া ও জেন্ডার সমতা বিষয়ে উদ্বুদ্ধকরণ বক্তব্য প্রদান করা হয়।
নারী সমাবেশ ও মতবিনিময় সভায় বিভিন্ন শ্রেণী ও পেশার প্রায় শতাধিক নারী উপস্থিত ছিলেন।