চাঁদপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে গণযোগাযোগ অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক ”শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম” এর আওতায় ১১ ফেব্রুয়ারি ২০২৪ খ্রি. তারিখ মতলব দক্ষিণ উপজেলার আড়ং বাজার প্রাঙ্গণে চলচ্চিত্র প্রদর্শন করা হয়। জেলা তথ্য অফিসার জনাব তপন বেপারী চলচ্চিত্র প্রদর্শন শেষে ডেঙ্গু প্রতিরোধ, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, শিশুকে মাতৃদুগ্ধ দান, শিশু ও নারীর অধিকার, শিশুর যথাযথ বিকাশ, অটিজম ও শিশুর মানসিক স্বাস্থ্য, জন্ম নিবন্ধণ, শিক্ষা, নারীর ক্ষমতায়ন, নারীর সামাজিক নিরাপত্তা কর্মসূচীসমূহ, পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধ, পরিবেশ সুরক্ষা ও দুর্যোগকালিন নারী ও শিশুর বিকাশ জনিত সচেতনতা, জেন্ডার সমতা, নিরাপদ মাতৃত্ব, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধ, পরিষ্কার-পরিচ্ছন্নতা ইত্যাদি বিষয়ে উদ্বুদ্ধকরণ বক্তব্য প্রদান করেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS